প্রাণের বাংলাদেশ
– যুবায়ের আহমদ
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
জয় করেছি দেশ
সবুজ শ্যামল ছায়া ঘেরা
সোনার বাংলাদেশ।
পাকিস্তানী জালেম যখন
জুলুম বাজে মাতে
প্রতিবাদে বাংলার মানুষ
অস্ত্র তোলে হাতে।
বাংলা মায়ের সন্তানেরা
করেনি মাথা নত
নিজের জীবন বাজি রেখে
লড়েছে অবিরত।
তাদের কষ্ট সাধন ফলে
পেলাম স্বাধীন দেশ
লাল সবুজের মায়া ভরা
প্রাণের বাংলাদেশ।