পুজোর চিঠি
– স্বপনকুমার রায়
আমার দেশে চাঁদ জোছনা
ছড়ায় এখন রাতে —
শিউলি ফুলের মিষ্টি গন্ধে
বাতাস এখন মাতে।
দুধ-সাদা রঙ রূপালি-কাশ
লাল-শালুকের মেলা,
তোমার দেশেও এখন এমন
চলছে রঙের খেলা?
আমার দেশে মাঠময় আজ
সবুজ গালিচা পাতা —
শরতের ছবি আঁকতে আঁকতে
কবিরা ভরায় খাতা।
আমার দেশের ইশকুলে ছুটি
পূজা পূজা উৎসবে,
তোমার দেশেও ছুটি আছে কিনা
চিঠিতে জানিও তবে।
তোমার চিঠি পেলে আমি খুব
খুশি হবো মনে মনে —
পুজোর ছুটিতে মেতে রব ঠিক
দুই দেশে দুইজনে।