চাঁদের আছে জোছনা রাশি
নদীর আছে গতি ,ঢেউ ;
স্বাধীনতায় নাচছে দেখো
প্রজাপতি হয়ে কেউ।
পাখির আছে মুক্ত আকাশ
ফুলের আছে সবুজ বন,
আমার কেন নেই খেলার মাঠ
পায় না ভেবে অবুঝ মন?
পাখির কন্ঠে গান থাকে কি
রাখলে পাখি বন্দি করে,
পাখির মত উড়ব কি আর
কাটাই সময় সন্ধি করে!