তর্ক
– বাসুদেব খাস্তগীর
পেঁয়াজ রসুন আদা
তর্ক করে নিত্য ওরা
কে হয় রে কার দাদা।
পেঁয়াজ বলে আমি
তরকারিতে আমার চেয়ে
বলো তো কে দামি?
মনটা করো সাদা
আমিই হলাম দাদা।
রসুন বলে থাম
বাজার মূল্যে সবার চেয়ে
আমার বেশি দাম।
সরাও মনের কাদা
আমিই হলাম দাদা।
আদা বলে রাগে
বর্ণমালায় আমি কিন্তু
আছি সবার আগে।
নেই কোন তাই বাধা
আমিই সবার দাদা।
একি গোলক ধাঁধা !
বুয়া বলে তিনজনই তো
মস্ত বড় গাধা
তর্ক কেন? একটু পরেই
হবি হাতের রাঁধা।