চমকে ওঠে বিশ্ব
– হুমায়ুন আবিদ
এই শরতে বৃষ্টি পড়ে পদ্ম ফোটে ঝিলে
মাছরাঙা বক মাছ ধরে খায় বসে খালে বিলে।
এই শরতে সূর্য হাসে সাদা মেঘের কোলে
নদীর বুকে নৌকা চলে বাদামি পাল তোলে।
এই শরতে শিউলি হাসে সবুজ ঘাসের বুকে
ক্ষেতের ফসল দেখে কৃষাণ হাসে খুশি মুখে।
এই শরতে নদীর তীরে সাদা কাশের মেলা
মন ভরে যায় প্রাণ ভরে যায় দেখে কাশের খেলা।
এই শরতে গাঁয়ের ঘরে তালের পিঠের গন্ধ
পাখপাখালির কণ্ঠে থাকে মিষ্টি গানের ছন্দ।
এই শরতে বাংলা মায়ের হাসে রূপের দৃশ্য
চোখ জুড়ানো দৃশ্য দেখে চমকে ওঠে বিশ্ব।
ছড়া, কবিতা, গল্প, শিশুসাহিত্য