গানের পাখি
– শশধর চন্দ্র রায়
সেদিন হঠাৎ দাদুর কাছে
প্রশ্ন করে আঁখি,
’মধুর সুরে গাইতে পারে
বলো না কোন পাখি?
চারিদিকে অনেক পাখি
আছে ঝোপে-ঝাড়ে,
বলো না দাদু, কোন পাখিরা
গান গেয়ে মন কাড়ে?’
খানিক সময় চিন্তা শেষে
দাদু বলেন তাকে –
’ঘুঘু, দোয়েল, বউ কথা কও
মধুর সুরে ডাকে।
পাপিয়া বুলবুলি আছে
আছে আরও পাখি,
তারচে’ ভালো গাইতে পারে
আমার ছোট্ট আঁখি।’