গাঁয়ের হাটে
– মোঃ সাগর মিয়া
গাঁয়ের হাটে মোদের খোকন
যাবে ডিঙি বেয়ে।
বৈঠা নিয়ে তাই-তো চলে
কুড়ি টাকা পেয়ে।
ছুটে চলে মোদের খোকন
চন্দন-তলীর ঘাটে।
ঘাট থেকে যে,ডিঙি বেয়ে
যাবে গাঁয়ের হাটে।
চন্দন-তলীর ছোট্ট হাটে
ডিঙি বেয়ে গিয়ে।
কুড়ি টাকায় মোদের খোকন
ফিরল বোয়াল নিয়ে।
বাড়ির পথে রওনা হলো
ডিঙি বেয়ে বেলা।
বাড়ি এসে মোদের খোকন
করতে লাগলো খেলা।