খাওয়াটাই কাম
– রুবেল হাবিব
আমি আর হাতি
খাই দাই তাই তাই
দিন থেকে রাতি।
ঘুম থেকে উঠে পরে
ডাকি বুম বুম
মেতে উঠি আয়োজনে
খাওয়া দাওয়া ধুম।
হাতি খায় কলাগাছ
আমি খাই কী!
যাই দেখি লাল চোখে
তাই চেখে নিই।
বুম বুম বাম বাম
ধুম ধুম ধাম
খাই খাই খাই খাই
খাওয়াটাই কাম।