একাত্তরেই
– চন্দনকৃষ্ণ পাল
ওরা করে শাসন শোষণ
আমরা ভালো থাকি না
স্বপ্ন দেখার পাই না সুযোগ
আমরা স্বপ্ন আঁকি না।
বুকের ভেতর ক্ষোভ জমে তাই
বাড়তে থাকে আগুন রোজ
সেই আগুনে পুড়ে আলু
কেউ বা করেন নিত্য ভোজ।
সেই বিভীষণ দাবড়ে দিয়ে
সূর্যটাকে আনতে যাই
অনেক রক্ত,চোখের জলে
সূর্যটাকে সংগে পাই।
আজ সকালের সূর্য দেখো
রক্তে রক্তে রক্তলাল
একাত্তরেরই উড়িয়েছিলাম
বিজয় নামক নায়ের পাল।