ইতিহাসে আছে লেখা মার্চের সাত তারিখে
মুজিব নামের অগ্নিগিরি জ্বলে চারিদিকে।
বিশ্ববাসি জানলো তখন কণ্ঠে তারই,
অধিকারের জন্য সবাই জ্বলতে পারি।
বলতে পারি
চলতে পারি
মরতে পারি
টলতে নারি।
বাঙালিকে চায় নি ওরা প্রাপ্য অধিকার দিতে
তাইতো জেগে উঠেন মুজিব পাওনা ছিল যা নিতে।
রেসকোর্সের সেই ভাষণ এখন বঞ্চিতদের ভাষা।
আজ মুজিবের ফের প্রয়োজন সবার হয়ে আসা।
সবার পাওনা বোঝে নিতে, করতে আবার আড়ি,
খুব প্রয়োজন তারই।
বাংলা যে তার চির সবুজ
বাংলা যে তার বাড়ি।
One Response
great issues altogether, you simply received a emblem new reader.
What might you recommend about your publish that you simply made a few
days in the past? Any certain?
my page: 온라인바카라