আমার দেশে পূর্বাকাশে ওঠে ভোরের রবি
রঙ তুলিতে যতন করে শিল্পী আঁকে ছবি।
আমার দেশের মিনার থেকে কণ্ঠে আসে সুর
মোয়াজ্জিনের আযান ধ্বনি দেয় ছড়িয়ে নূর।
আমার দেশে রূপের ঝলক নদী পুকুর ঘাট
চার দিকেতে ফসলফলা শস্য শ্যামল মাঠ।
আমার দেশে পাখিদের ওই মিষ্টি মধুর গান
মনের সুখে সবাই মিলে করে কলতান।
দেশটা আমার মন কেড়েছে তাইতো ভালোবাসি
মায়ের কোলে রোজই দেখি শিশুর মুখের হাসি।
আমার দেশে গাছের ছায়ায় রাখাল বাজায় বাঁশি
সেই রাখালের বাঁশির সুরে স্বপ্নে আমি ভাসি।