অস্তিত্বের সকাল
– অমল সরকার
রাতের নিস্তব্ধতায় যন্ত্রণাগুলো
হৃদয়ের নীচে চাপা রেখে,
বাবার প্রতিটি সকাল সমর্পণ করেছিল
ডারউইনের কাছে।
তাই সুন্দর সতেজ সকাল,স্বচ্ছ শিশির
তাঁর কাছে ছিল
ঘষা কাঁচের মতো অস্পষ্টতায় ভরা।
তবুও নির্জীব ঈশ্বরের কাছে বিশ্বাস রেখে
যতটা শক্তি আসতো মনে,
তার চেয়ে বেশি ক্ষয় হতো শরীরে ৷
আর এভাবেই জীবনের স্তরে স্তরে
জীবাশ্মের জন্ম দেয়,
ভবিষ্যত প্রজন্মের কাছে ৷